ইহা প্রচলিত একটি মেয়াদী বীমা। বীমাকারীর যে কোন একজন সন্তানের শিক্ষা বা বিবাহের ব্যয় নির্বাহের জন্য এই বীমা গ্রহণ করা যেতে পারে। এই মেয়াদী বীমা ৫ বছর থেকে ১৭ বছর মেয়াদে করা যায়। বীমাকারীর বয়স ২০ থেকে ৬০ বৎসর পর্যন্ত হতে হবে। এই ব্যবস্থা অনুযায়ী বীমাকারী তাঁর ইচ্ছানুযায়ী মেয়াদের সময় এমনভাবে নির্দিষ্ট করে দিতে পারেন, যাতে করে বীমাকৃত টাকা তাঁর নির্দিষ্ট সন্তান উপযুক্ত বয়সে পেতে পারেন। এই বীমা পিতা-মাতার জীবনের ঝুঁকির দায়িত্ব গ্রহণ করে এবং যে নির্দিষ্ট সন্তানের উপকারের জন্য এই বীমা করা হয়, সে ঠিক নির্দিষ্ট সময়ে বীমার টাকা পাবে। বীমাকারীর পিতা-মাতা সে সময় পর্যন্ত জীবিত থাকুক বা না থাকুক। কেবল নির্দিষ্ট তারিখে বীমাকারীর পিতা-মাতা যদি বেঁচে থাকেন তাহলে তারা বীমাকৃত টাকা ফেরত পাবেন। তাদের মৃত্যুতে উক্ত সন্তান সে টাকা প্রাপ্য হবেন। নির্দিষ্ট তারিখের পূর্বে বীমাকারীর পিতা-মাতা মারা গেলে তখনই বীমার যাবতীয় টাকার দাবী গ্রহণ করা হয়, কিন্তু টাকাটা তখন দেয়া হয় না। তৎপরিবর্তে বীমাকৃত সম্পূর্ণ টাকা ডাকঘর সঞ্চয় ব্যাংকে নির্দিষ্ট সন্তানের নামে জমা দেয়া হয়। উক্ত টাকার উপর ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ জমাকৃত টাকার লাভের হার অনুসারে লাভ জমা হতে থাকে এবং ডাকঘর থেকে বীমার নির্দিষ্ট তারিখের পূর্বে বা পরে উক্ত টাকা উঠিয়ে নেয়া যায়।