Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২৩

মেয়াদী বীমা

বাংলাদেশের যে কোন নাগরিক ডাক জীবন বীমা গ্রহণ করতে পারেন। ১৯ বৎসর বয়স হতে ৫৫ বৎসর বয়স পর্যন্ত পলিসি গ্রহণ করা হয়।

অবসর গ্রহণের সময় অথবা তার পূর্বে যখন হয়ত একটা বিরাট দায়িত্বভার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তখনকার জন্য অর্থ সংগ্রহের সর্বোৎকৃষ্ট ব্যবস্থা এই মেয়াদী বীমা। অকাল মৃত্যুর দায়িতব এতে গ্রহণ করা হয়। বিভিন্ন রকমের মেয়াদী বীমা প্রচলিত আছে। এই বীমা ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০ এবং ৪০ বছরের নির্দিষ্ট মেয়াদের যেকোন মূল্যের বীমা গ্রহণ করা যায়। এতে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলে মেয়াদী মূল্য পাওয়া যায় এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে মৃত্যু ঘটলে নমিনী কর্তৃক বীমার টাকা পাওয়া যায় ।

 

বীমা সংক্রান্ত আরো তথ্যে জন্য যোগাযোগ :

০১৫৫০০৫৭১২২, ০১৫৫০০৫৭১২৩, ০২-৪৭১১৯৬০১